শিক্ষার্থীদের সব পাঠ্যবই পৌঁছে দেয়ার দাবিতে বিক্ষোভ | বই নিউজ

শিক্ষার্থীদের সব পাঠ্যবই পৌঁছে দেয়ার দাবিতে বিক্ষোভ

‘প্রতিবছর আমাদের দেশে যে জাতীয় বাজেট হয় সেখানে শিক্ষাকে উপেক্ষিত রেখে বাজেট করা হয়। তাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর সবার আগে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। তাই শিক্ষাক্ষেত্রে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে।’

#বই #পাঠ্যবই #শিক্ষার্থী #স্কুল

সারাদেশে শিক্ষার্থীদের পাঠ্যবই পৌঁছে দেয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলচত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের দ্রুত সময়ে সারাদেশে পাঠ্যপুস্তক দিতে হবে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাস শেষ হলেও এখন পর্যন্ত ৭ কোটি বই ছাপানো হয়নি। এপ্রিল মাসের আগে বই পৌঁছাবেনা। অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলেও গঠিত হয়নি শিক্ষা সংস্কার কমিশন। ফলে শিক্ষাখাত ঠিক আগের মতো উপেক্ষিতই রয়ে গেছে। শুধু শিক্ষার্থীরা নয় শিক্ষকরাও দুর্বিষহ জীবন-যাপন করছে। যে শিক্ষক জাতি তৈরি করে সেই শিক্ষকরা চাকরির নিশ্চয়তার দাবিতে আন্দোলন করছেন। তাই এই সময়ে শিক্ষকদের চাকরির নিশ্চয়তাসহ মানসম্মত বেতন এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরো বলেন, প্রতিবছর আমাদের দেশে যে জাতীয় বাজেট হয় সেখানে শিক্ষাকে উপেক্ষিত রেখে বাজেট করা হয়। তাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর সবার আগে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। তাই শিক্ষাক্ষেত্রে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে।

এসময়ে বক্তারা আরো বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার তাই এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সবার জন্য শিক্ষা নিশ্চিত করা ছাড়া একটি বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা তথা বৈষম্য নিরসন করা সম্ভব হবে না। তাই টাকা যার শিক্ষা তার এই নীতি থেকে রাষ্ট্রকে সরে এসে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে।

বক্তারা সমাবেশ থেকে দ্রুত সময়ে শিক্ষার্থীদের দ্রুত সময়ে সারাদেশে পাঠ্যপুস্তক দেয়ার দাবি জানান। একইসঙ্গে শিক্ষাকে সাম্প্রদায়িকতা মুক্ত রাখার জন্য বিজ্ঞানভিওিক, একই পদ্ধতির, সেক্যুলার শিক্ষার দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। এ সময় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সরকারি ব্রজমোহন কলেজের সংগঠক বৃষ্টি আক্তার, সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজের সংগঠক নোমান জাহেদী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল হোম ইকোনমিকস কলেজের সংগঠক উম্মে হাবিবা লাবনীসহ আরো অনেকে।

#বই #পাঠ্যবই #শিক্ষার্থী #স্কুল