ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কুমিল্লা জেলার হোমনায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) হোমনা প্রেসক্লাবের সামনে (স্কুল, কলেজ ও মাদরাসা) শিক্ষক পরিবারের সদস্যরা এ আয়োজনে অংশ নেন।
এতে প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, মো. শামসুল হক সরকার, অধ্যক্ষ কেএম আতিকুর রহমান, চান্দেরচর মাদরাসার সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আবদুল করিম, সুপার মাওলানা আবদুল কাদির, রেহেনা মজিদ মহিলা কলেজের প্রভাষক সুলতানা রাজিয়া আক্তার, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, সিনিয়র শিক্ষক আবদুল আলীম, আবদুল হক, আবুল কালাম আজাদ, কাজী মো. ইব্রাহীম, মো. মিজানুর রহমান, মো. ইসমাইল, সোহেল রানাসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, চাকরি জাতীয়করণের শান্তিপূর্ণ সমাবেশে ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।
উল্লেখ্য, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আসন্ন ঈদ-উল-ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিক্যাল ভাতা প্রদানসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের ওপর ‘ফ্যাসিবাদী’ কায়দায় পুলিশি বর্বর হামলার প্রতিবাদে ও হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে হোমনায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।