এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হা*মলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ | বিশ্ববিদ্যালয় নিউজ

এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

শিক্ষার্থীরা ‘শিক্ষার্থীদের ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’, ‘বিচার বিচার বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর ওপর শিবিরের হামলার প্রতিবাদ, অবিলম্বে আওয়ামী লীগের বিচার ও তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ টার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে ছাত্র সমাবেশ করে। এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষার্থীদের ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’, ‘বিচার বিচার বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিছিলো। এখন আবার সেই কাজের পুনরাবৃত্তি করা হচ্ছে। বিপ্লবের পরে সিস্টেমের পরিবর্তন হয় কিন্তু জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের সিস্টেম পরিবর্তন হয় নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। অতি দ্রুত তাদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আজকে আমাদের পড়ার টেবিল ছেড়ে আন্দোলনে আসতে হচ্ছে। যার মূল কারণ বর্তমান প্রশাসন আওয়ামী দোসরদের যথাযথ বিচার করতে না পারার জন্য। যতদিন এই দোসরদের যথাযথ বিচার না হবে ততোদিন সন্ত্রাসীরা ভয় পাবে না। জুলাই আন্দোলনে এই স্বৈরাচাররা শিক্ষার্থীদের ওপর আক্রমণ করতে উসকে দিয়েছে। কিন্তু তাদের এখনো বিচার হয়নি।