খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ৯টার পরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। মিছিলে শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নো যুদ্ধ’ ‘কুয়েটে হামলা কেনো, প্রশাসন জবাব চাই’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’, ‘নৌকা আর ধানের শীষ, দুই শাপের একই বিষ’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন শ্লোগান দেয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা যে জুলাইয়ে স্প্রিট ধারণ করেছিলাম। তা আজকে কুয়েটে হামলার মাধ্যমে নষ্ট হয়েছে। জুলাইয়ের পরে কেউ স্বৈরাচার হলে তাদের পরিস্থিতি হবে নিষিদ্ধ ছাত্রলীগের মতো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাইয়ে আমরা ছাত্রলীগের সন্ত্রাসের কথা বলেছি। বর্তমানে ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কথা বলতে আমাদের আপত্তি নেই। কুয়েটে আমাদের ভাইদের ওপর ন্যাক্কারজন হামলা করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা।