খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। মিছিলটি শাখারীবাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা নানা শ্লোগান দেন। বিক্ষোভ পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সংস্কারমূলক রাজনীতি চেয়েছিলাম, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। ক্যাম্পাসে রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করবেন না। যদি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়, তবে শিক্ষার্থীরা চুপ থাকবে না। যারা ট্যাগিংয়ের মাধ্যমে হামলাকে জায়েজ করতে চায়, তাদের বাংলার মাটিতে জায়গা হবে না।
জবি ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুত্থানের লড়াইয়ে যখন ছাত্ররা লড়াই করছিল, তখন একটি দল গর্তে লুকিয়ে ছিল। এখন সেই গর্তে লুকিয়ে থাকা দল ও ক্রেডিটখোর রাজনীতিবিদরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তারা শিক্ষার্থী হতে পারে না। ক্যাম্পাসে ছাত্র ও সন্ত্রাসীরা একসঙ্গে অবস্থান করতে পারে না। অবিলম্বে সন্ত্রাসীদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে।
জবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, সরকারকে বলছি, অনেক কমিশন করেছেন—এবার ছাত্র রাজনীতি সংস্কার কমিশন করুন। অবিলম্বে ছাত্র রাজনীতির সংস্কার আনুন।
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।