কুয়েটের ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ | বিশ্ববিদ্যালয় নিউজ

কুয়েটের ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

মঙ্গলবার সন্ধ্যায় টিএসসিতে তারা এ বিক্ষোভ শুরু করে সংগঠনটির নেতা-কর্মীরা।

#কুয়েট #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘ছাত্রদলের হামলা’র প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভে অংশ নেয় ছাত্র অধিকার পরিষদও। সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘যাদের হাতে কলম থাকে তারা ছাত্র, আর যাদের হাতে অস্ত্র থাকে তারা সন্ত্রাস।’

তিনি বলেন, ‘আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। যদি শিক্ষার্থীদের ওপর হওয়া এ হামলার বিচার না হয়, এই হামলার ঘটনাগুলো ঢাবিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এমনকি সব কলেজে ছড়িয়ে পড়বে। যদি এর বিচার না হয় তারা ছাত্রলীগের মতে দানব রূপে হাজির হবে। ’

উল্লেখ্য, মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তন্ত ৫০ জন আহত হয়েছে। হামলার জেরে সেখানে দুই প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এই হামলা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন, ‘কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো।’

কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল রাজনীতি করার পক্ষে, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনীতির বিপক্ষে অবস্থান নেওয়ায় এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে।

#কুয়েট #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন