কুয়েটের ভিসি পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ | বিশ্ববিদ্যালয় নিউজ

কুয়েটের ভিসি পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

এছাড়া কুয়েটের শিক্ষার্থীদের দাবীর সঙ্গে একাত্মতাও প্রকাশ করে তারা।

#কুয়েট #বিশ্ববিদ্যালয়

বরিশালে কুয়েটের ভিসি পদত্যাগের এক দফা দাবিতে সংহতি জানিয়ে ব্লকেড কর্মসূচি পালন করছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন।

সন্ধ্যা সাতটায় নগরীর চৌমাথা এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এ সময় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে নানা ধরনের শ্লোগান দেয় শিক্ষার্থীরা।

কুয়েটের ভিসি পদত্যাগের এক দফা দাবিতে সংহতি জানিয়ে দ্রুত সময়ের মধ্যে ভিসির পদত্যাগের দাবি জানায় তারা। এছাড়া কুয়েটের শিক্ষার্থীদের দাবীর সঙ্গে একাত্মতাও প্রকাশ করে তারা।

শিক্ষার্থীরা বলেন, কুয়েটের উপাচার্য শিক্ষার্থীদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অনশনরত কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় উপাচার্য পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে সড়ক অবরোধ করায় দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর উপস্তিতিতে মহাসড়ক ছেড়ে দিয়ে ব্লকেড কর্মসূচির সমাপ্ত করা হয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

#কুয়েট #বিশ্ববিদ্যালয়