ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পড়ুয়া চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ঢাবির সাবেক শিক্ষার্থী, ডুসাকের পৃষ্ঠপোষক ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিক।
ইফতার মাহফিল উপস্থিত ছিলেন আর এস এন্টারপ্রাইজের মালিক ওসমান গণি রতন (সি আই পি), এম আর লজিস্টিকস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এখলাছ উদ্দীন সুজন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক নুর হাকিম, সংগীত শিল্পী শফিক তুহিন।
এছাড়া ডুসাকের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুসাকের বর্তমান সভাপতি মোস্তফা ইকবাল হৃদয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুসাকের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজ আহমেদ।