দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়নি। ৩ হাজার ২২৬ জন ভর্তিচ্ছু পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের ফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা গণ্যমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। ফলে দেখা গেছে, ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন।
দেশে মেডিক্যাল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিক্যাল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিক্যাল কলেজ আছে।