দু’দশকের প্রতীক্ষার অবসান, স্বীকৃতি পেল 'থ্রি ইডিয়টস'র সেই স্কুল | স্কুল নিউজ

দু’দশকের প্রতীক্ষার অবসান, স্বীকৃতি পেল 'থ্রি ইডিয়টস'র সেই স্কুল

নাম ড্রুক পদ্ম কার্পো স্কুল। যদিও লোকমুখে স্কুলের পরিচয় র‍্যাঞ্চোর স্কুল বলেই।

#স্কুল #ভারত #শিক্ষার্থী

নাম ড্রুক পদ্ম কার্পো স্কুল। যদিও লোকমুখে স্কুলের পরিচয় র‍্যাঞ্চোর স্কুল বলেই। অর্থাৎ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের স্কুল হিসেবে পরিচিত। ২০ বছর পর অবশেষে সিবিএসই (CBSE) অনুমোদন পেয়েছে সেই স্কুলটি।

২০০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এই স্কুলটি দীর্ঘদিন জম্মু-কাশ্মীর শিক্ষা বোর্ডের (JKBOSE) অধীনে ছিল। অবকাঠামো ও একাডেমিক সাফল্য সত্ত্বেও বহুবার আবেদন করেও স্কুলটি অনুমতিপত্র না পাওয়ায় সিবিএসইর স্বীকৃতি মিলছিল না।

স্কুলের অধ্যক্ষা মিংরু আংমো জানান, এখন সিবিএসই অনুমোদন পাওয়ায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অগ্রসর হওয়া সহজ হবে। পাশাপাশি ২০২৮ খ্রিষ্টাব্দের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করার পরিকল্পনা রয়েছে।

ড্রুক পদ্ম কার্পো স্কুল, যার অর্থ ‘সাদা পদ্ম’, প্রগতিশীল শিক্ষণপদ্ধতির জন্য অনেক আগে থেকেই আলোচিত। স্কুলটি এখন ভারতের জাতীয় শিক্ষা নীতির সংস্কারের সঙ্গে মিল রেখে আরও উন্নত পাঠদান চালু করতে চায়।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় এই স্কুলের বিখ্যাত 'র‍্যাঞ্চোর দেয়াল' দৃশ্যের কারণে এটি পর্যটকদের কাছেও জনপ্রিয়। ২০১৮ খ্রিষ্টাব্দে শিক্ষার পরিবেশ বজায় রাখতে দেয়ালটি কিছুটা সরিয়ে নেওয়া হয়।

#স্কুল #ভারত #শিক্ষার্থী