ঢাবিতে সাইবার সিকিউরিটি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি | ভর্তি নিউজ

ঢাবিতে সাইবার সিকিউরিটি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি

যেকোনো বয়সের প্রার্থী আবেদন করতে পারবে। চাকরি করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামের জানুয়ারি ২০২৫ সেমিস্টারে ৪র্থ ব্যাচে ভর্তি শুরু হয়েছে।আবেদনের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি ২০২৫।

তথ্য ভেরিফিকেশন শেষ হলে ভর্তি পরীক্ষার ফি ৩,০০০ টাকা দিয়ে অনলাইনে জমা দিতে হবে।

ভর্তির যোগ্যতা:

১.সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই অথবা যেকোনো আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে। সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

২.যেকোনো পাবলিক পরীক্ষায় নূন্যতম ২য় বিভাগ/সিজিপিএ ২.৫ পেতে হবে।

৩.বিদেশ হতে অর্জন করা ডিগ্রির ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমতা নিরুপণ করতে হবে।

৪.যেকোনো বয়সের প্রার্থী আবেদন করতে পারবে।

৫.চাকরি করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলো:

১. ৩৬ ক্রেডিট-ঘণ্টা, ৩০ ক্রেডিট থিওরি ও ব্যবহারিক, ৬ ক্রেডিট প্রজেক্ট।

২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।

৩. মোট ৩ লাখ ৭৪ হাজার টাকা খরচ হবে।

আরো ভক্তি সংক্রান্ত তথ্য *ভর্তি পরীক্ষা: ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট। *পরীক্ষার ফল প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫। *ভর্তি সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের তারিখ: ২৭ ফেব্রুয়ারি, বিকেল ৫টা হতে। *মেধা তালিকা হতে ভর্তি আরম্ভ: ৩–৬ মার্চে ২০২৫, সকাল ১০টা হতে বিকেল ৩টা। *অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি আরম্ভ: ১০–১২ মার্চ ২০২৫, সকাল ১০টা হতে বিকেল ৩টা। *ক্লাস শুরু: ১৪ মার্চ ২০২৫। অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: https://pmics.cse.du.ac.bd/ বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.pmics.cse.du.ac.bd

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ভর্তি