ঢাবি আইডিএমভিএস এবং প্রাণরসায়ন বিভাগের নবীনবরণ ও বিদায় | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবি আইডিএমভিএস এবং প্রাণরসায়ন বিভাগের নবীনবরণ ও বিদায়

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

#নবীনবরণ #ঢাকা বিশ্ববিদ্যালয় #ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস) এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গতকাল সোমবার পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।

আইডিএমভিএস: ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান ছিলেন।

ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং সহকারী অধ্যাপক বিভূতি ভূষণ সিকদার।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে শিক্ষার্থীদের বিদেশি ভাষায় পারদর্শিতা অর্জন, গবেষণা কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ এবং ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ: প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বিভাগের অধ্যাপক কামালউদ্দিন আহমদ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

জীববিজ্ঞান অনুষদের ডিন এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. খলিলুর রহমান, অধ্যাপক ড. মামুন রশীদ চৌধুরী, অধ্যাপক ড. মো. সায়েদুল ইসলাম, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম এবং অধ্যাপক ড. শামীমা নাসরিন শাহেদ। অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদার ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া যেমন অত্যন্ত গর্বের বিষয়, তেমন দেশ ও সমাজের প্রতি তাদের দায়বদ্ধতাও বেশি। জাতি, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থান যাই হোক না কেন, এই বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীকে সমান অধিকার ও সুযোগ দেয়।

#নবীনবরণ #ঢাকা বিশ্ববিদ্যালয় #ঢাবি