ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া অংশ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা।
ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের শ্লোগানে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে দিয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে বক্তব্য দেন শিক্ষার্থীরা।
এ সময় আগামীকাল (সোমবার) জেনারেল স্ট্রাইকে দেশবাসীকে অংশ নিতে আহ্বান জানান। অন্যদিকে রাজধানীর বিজয়নগরেও বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেয়া হয়।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে। এছাড়া, আগামীকাল সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।