কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আজও শাহবাগ ব্লকেড ঢাবি শিক্ষার্থীদের | বিশ্ববিদ্যালয় নিউজ

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আজও শাহবাগ ব্লকেড ঢাবি শিক্ষার্থীদের

রাত পৌনে ১১টায় তারা এক বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার রাত পৌনে ১১টায় তারা এক বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থীরা এ ব্লকেড কর্মসূচি পালন করেন।

এ সময় ছাত্ররা বলেন, আগের ভিসি টেন্ডারবাজি করতে নিষিদ্ধ ছাত্রলীগকে রাখতো আর এখন ছাত্রদলকে রাখাছেন বর্তমান ভিসি। আপনারা শুনেছেন, সরকারের কোনো কোনো লোক এই ভিসিকে বহাল রাখতে অপচেষ্টা চালাচ্ছে।

শিক্ষার্থীরা আরো বলেন, মাহফুজ ও আসিফ মাহমুদ কেনো উপদেষ্টা হয়েছেন। আপনারা কি হাতে চুড়ি পরে বসে আছেন।

আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি বৃহত্তর আন্দোলনের মাধ্যমে কুলাঙ্গার ভিসিকে অপসারণের দাবি জানাবেন।

তারা বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে আর কোনো দখলতদারিত্ব চলবে না।

এর আগে ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থীরা ঘোষণা দেন বেলা সাড়ে তিনটায় শাহবাগ ব্লকেড করা হবে। তবে পরে সিদ্ধান্ত পাল্টে ঘোষণা করা হয় এই কর্মসূচি রাত সাড়ে নয়টায় করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী রাতে তারা এ কর্মসূচি পালন করছেন।

প্রসঙ্গত, কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে সোমবার অনশনে বসেছিলেন ৩২ জন শিক্ষার্থী। বুধবার সকাল ১০টার দিকে কুয়েট ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। এরপর দুপুরে কুয়েট ক্যাম্পাসে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইউজিসির তিনজন প্রতিনিধি। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তনজিমউদ্দীন খান, বুয়েটের অধ্যাপক সাইদুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমেদ শিবলী। তাদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকের পর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।