রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রীদের যাতায়াতের জন্য নতুন ২ বাস চালু করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কলেজের সকল বিভাগের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, যাত্রাবাড়ী রুটে যাতায়াতকারী শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ২৭ এপ্রিল হতে রজনীগন্ধা নামের বাসটির গন্তব্য বর্ধিত করা হয়েছে।
রজনীগন্ধা নামের বাসটি কাঁচপুর থেকে সকাল ৭টায় ছাড়বে। আর কলেজ থেকে ছাড়ার সময় বিকাল ৩টা।
উঠা-নামার স্থান- কাঁচপুরের চিটাগাং রোড, সাইনবোর্ড, রায়েরবাগ, মাতোয়াইল, শনিআখড়া, কাজলা, যাত্রাবাড়ী ও দয়াগঞ্জ।
এ ছাড়া সাভার- নবীনগর রুটে অপরাজিতা নামে একটি বাস যাতায়াত করবে।
উঠা-নামার স্থান- নবীনগরের বিশমাইল, সভার বাসস্ট্যান্ড, গেন্ডা উলাইল, সিএন্ডবি রেডিও কলোনি, ব্যাংক টাউন, হেমায়েতপুর, আমিন বাজার হয়ে ইডেন মহিলা কলেজ।
অপরাজিতা নামের বাসটি নবীনগর থেকে ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। আর কলেজ থেকে ছাড়ার সময় বিকাল ৩টা।
প্রয়োজনে গাড়ি চালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।