এসএসসির আলোচনায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান | এসএসসি/দাখিল নিউজ

এসএসসির আলোচনায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

পরীক্ষার বিষয়ে কোথাও থেকে কোনো অভিযোগ এলে, নিজেই সশরীরে গিয়ে তার সমাধান করছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী।

#পরীক্ষা #এসএসসি #বরিশাল শিক্ষা বোর্ড

অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। ছবি : দৈনিক শিক্ষাডটকমঅধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। ছবি : দৈনিক শিক্ষাডটকম

কঠোর নজরদারির মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার জন্য বিশেষ কন্ট্রোল রুম খুলেছে বরিশাল শিক্ষা বোর্ড। এছাড়া স্কুল ও কলেজের ২০০ জন শিক্ষক নিয়ে করা হয়েছে ১৬টি পরিদর্শক টিম। পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত দেওয়া হয়েছে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা। এছাড়াও পরীক্ষার বিষয়ে কোথাও থেকে কোনো অভিযোগ এলে, নিজেই সশরীরে গিয়ে তার সমাধান করছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী।

শিক্ষার মানোন্নয়নর ও পরীক্ষার পরিবেশ বজায় রাখতে বোর্ড চেয়ারম্যানের উদ্যোগের প্রশংসা করছেন অভিভাবকরা। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও আলোচনায় উঠে এসেছেন তিনি।

জানা গেছে, এবার বরিশাল বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা বলছেন, সশরীরের পাশাপাশি মুঠোফোনে ভিডিও এবং অডিও কলের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন কেন্দ্রের খোঁজ খবরও নিচ্ছেন বোর্ড চেয়ারম্যান। পরীক্ষার বিষয়ে কঠোর নজরদারি থাকায় শিক্ষকরাও কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

জানতে চাইলে বিভিন্ন কেন্দ্রের শিক্ষক ও অভিভাবকরা জানান, বিগত বছরগুলোতে কেন্দ্রে নানান রাজনৈতিক দলের লোকজনের প্রভাব ছিলো। তবে এবছর চিত্র একেবারেই ভিন্ন। বোর্ডের কঠোর নজরদারিতে কোনো অবৈধ পন্থার সুযোগ পাচ্ছে না কেউ।

শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. কামরুজ্জামান কামাল বলেন, ‘বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৯৪টি কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য প্রতিনিয়ত নজরদারি বাড়ানো হচ্ছে। আমাদের পাশাপাশি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী নিজেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। যেখান থেকেই অভিযোগ আসছে, সেখানেই তাৎক্ষণিকভাবে ভিজিলেন্স টিম পৌঁছে যাচ্ছে।’

শুধু সুষ্ঠভাবে পরীক্ষা আয়োজন নয়। ২০২৩ খ্রিষ্টাব্দের ১৮ ডিসেম্বর বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী যোগদানের পরই পাল্টে যেতে শুরু করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সেবা প্রদানে উৎসাহিত করার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত করেন তিনি।

জানা গেছে, প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী যোগদানের পর দক্ষ, মেধাবী, নিষ্ঠাবান ও ১৭ বছরের পদোন্নতি বঞ্চিত ৩৯ জন কর্মচারীকে পদোন্নতি বিধি অনুসরণ করে কোনো আর্থিক সংশ্লেষ ছাড়া পদোন্নতি প্রদান করেন। সেবা নিশ্চিত করার জন্য সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত ইনহাউজ প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় দুই হাজার ২০০টি প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি অনুমোদনের কাজ দ্রুত নিষ্পত্তি করেন। শিক্ষার মানোন্নয়নের লক্ষে বোর্ডের আওতাধীন বিভিন্ন জেলায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-শরীরে উপস্থিত হয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষর্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সবশেষ শিক্ষাবোর্ড চত্বরে ১৯৫২ সালের ভাষা শহীদ স্মরণে একটি শহীদ মিনার নির্মাণসহ নানা উন্নয়ন কাজ করেছেন তিনি।

এ বিষয়ে জানাতে চাইলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, চাকরি জীবনের শুরু থেকেই অনিয়মকে কোনোদিন প্রশ্রয় দেননি তিনি।

তিনি আরও জানান, দক্ষ, মেধাবী, নিষ্ঠাবান ও ১৭ বছরের পদোন্নতি বঞ্চিত ৩৯ জন কর্মচারীদের পদোন্নতি দেয়া হয়েছে। দীর্ঘদিন এক পদে চাকরি করতে করতে তারা হতাশ হয়ে পড়েছিলেন। বোর্ডের এখন অনিয়ম নেই। কোনো কাজ এখন মাত্র তিন দিনেই সম্পন্ন হচ্ছে।

#পরীক্ষা #এসএসসি #বরিশাল শিক্ষা বোর্ড