৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বুধবার | স্কুল নিউজ

৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বুধবার

আগামী ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যেসব স্কুলে এ পরীক্ষার কেন্দ্র পড়বে, তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেবে মাউশি অধিদপ্তর। শুধু পরীক্ষার দিনে ক্লাস বন্ধ থাকবে।

#স্কুল

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ৪০ দিন ছুটির পর আগামী বুধবার (৯ এপ্রিল) স্কুল, কলেজ, মাদরাসাসহ সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্র জানায়, বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এদিন থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। স্কুল খোলার সময় শিক্ষার্থীরা যে দু-একটা নতুন বই এখনো পায়নি, সেগুলো দেওয়া হবে৷ বই না পাওয়া, দীর্ঘ ছুটিসহ নানা কারণে যে শিখন ঘাটতি হয়েছে, তা পূরণে শিক্ষকদের জোর দিতে হবে।

গত বছরের ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে এ ছুটি নির্ধারিত ছিল। শিক্ষাপঞ্জি অনুযায়ী-পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়।

আগামী ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যেসব স্কুলে এ পরীক্ষার কেন্দ্র পড়বে, তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেবে মাউশি অধিদপ্তর। শুধু পরীক্ষার দিনে ক্লাস বন্ধ থাকবে। তাছাড়া সকালে এসএসসি পরীক্ষা পড়লে বিকেলে সংক্ষিপ্ত পরিসরে হলেও স্কুলে ক্লাস নেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন মাউশি অধিদপ্তরের মাধ্যমিক শাখার কর্মকর্তারা।

#স্কুল