‘ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত’ | কারিগরি নিউজ

‘ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত’

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রদল ও সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে।

#শিক্ষার্থী #কারিগরি

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডকে পূর্ব-পরিকল্পিত উল্লেখ করে খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রদল ও সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে।

এসময় বক্তারা বলেন, ‘পূর্ব-পরিকল্পিতভাবে ছাত্রনেতা পারভেজকে হত্যা করা হয়েছে। এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’

মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবুল বাসার মোকলেচ, যুগ্ম- আহ্বায়ক মো. রাজিব, মো. নাঈম হোসেন, মো. নাজমুল মৃধা, মো. ইব্রাহিম হোসেন, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম রুবেল, ছাত্রনেতা সাব্বির ফরাজী ও মো. আসিফ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত শনিবার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের কিছু শিক্ষার্থীর মধ্যে সংঘাত হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে মীমাংসা হয়। কিন্তু এরপর যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ। ছাত্রদলের দাবি, হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে।

#শিক্ষার্থী #কারিগরি