সাতক্ষীরার গুমানতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মামুনার রশিদের বিরুদ্ধে জাল সনদের মাধ্যমে নিয়োগ অভিযোগের শুনানি করবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অর্থ শাখার সহকারি পরিচালক মো. শরিফুল ইসলাম একটি চিঠিতে এ তথ্য জানা যায়। আগামী ২৫ ফেব্রুয়ারি তার কাছে সশরীরে উপস্থিত হয়ে শুনানিতে অংশগ্রহণ করতে বলেন। এ সময় নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যাদির মূল কপি সাথে রাখতে বলা হয়েছে।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর শ্যামনগর উপজেলাধীন এ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনেন জনৈক এস এম জয়নাল আবেদিন।