ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মা*রধর | স্কুল নিউজ

ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মা*রধর

মামলার পর অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন হুমকি-ধমকি দেওয়ায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

#শিক্ষার্থী

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও তার চাচাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন।

মামলার পর অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন হুমকি-ধমকি দেওয়ায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামিরা হলেন- উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নের ঝোড়খালী এলাকার মাহাবুব মল্লিকের ছেলে রাজ মল্লিক (১৯), সালাম মল্লিকের ছেলে সিফাত মল্লিক (২২) এবং মোস্তফা মল্লিকের ছেলে আরিফ মল্লিক (২১)।

বাদী মামলায় উল্লেখ করেন, ওই স্কুলছাত্রী এ বছর আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিবে। তাকে স্কুলে আসা-যাওয়ার পথে রাজ মল্লিক নামের এক যুবক আটকিয়ে প্রেমের প্রস্তাব দেয়।

এ বিষয়টি মেয়েটি বাড়িতে এসে তার পরিবারকে জানায়। পরিবারের লোকজন ওই যুবককে এমন কর্মকাণ্ড করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে অপহরণ করার হুমকি দিতে থাকে রাজ মল্লিক।

এজাহারে বাদী উল্লেখ করেন, গত সোমবার বেলা সোয়া ১২টার দিকে মেয়েটি প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন। আমুয়া ঝোড়খালী সড়কের নুতন বাজার জামে মসজিদের সামনের রাস্তায় আসামিরা তার মেয়ের পথ রোধ করেন।

এ সময় শ্লীলতাহানির একপর্যায়ে মেয়েটির গায়ের ওড়না ছিড়ে ফেলে। সেখান থেকে মেয়েটি দৌড়ে বাড়ি এসে ঘটনা তাকে (বাদী) জানালে তিনি ঘটনাস্থলে এসে আসামিদের শাসান। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে লাঠি ও লোহার রড দিয়ে বাদীকে বেধড়ক মারধর করে। এ সময় ওই ছাত্রী বাবাকে রক্ষায় এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

তবে এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

#শিক্ষার্থী