অবশেষে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৪৯তম একাডেমিক কাউন্সিলে গুচ্ছ পদ্ধতিতে বহাল থাকার সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।
এর আগে গত ২২ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের ৪৮তম মিটিংয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। সেই অফিস আদেশে বলা হয়েছিলো, বরিশাল বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। একইসঙ্গে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামগুলোর ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে।
জানা গেছে, বেশ কয়েকটি কারণে গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়। এরপর গুচ্ছ পদ্ধতিতে থাকার জন্য ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকবার চিঠি দিয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের শিক্ষা উপদেষ্টা ডেকে গুচ্ছে থাকার জন্য নির্দেশনা দিয়েছে।