২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি শুরুর এ তথ্য জানা যায়।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের https://jnuadmission.com ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে।
ভর্তি ফি জমা দেওয়া শিক্ষার্থীদের ২৭ এপ্রিল থেকে ৬ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিভাগীয় কনফারমেশন স্লিপ সংগ্রহ করতে হবে।
ভর্তি ফি: বিভিন্ন অনুষদ ও বিভাগভেদে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ব্যবহারিক ক্লাসসহ ১২ হাজার ৪০০ টাকা।
বিজনেস স্টাডিজ অনুষদে ১০ হাজার ৪০০ টাকা। কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটসমূহে ১০ হাজার ৪০০ টাকা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদ ব্যবহারিক ক্লাসসহ ১২ হাজার ৪০০ টাকা।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র: চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে তা উল্লেখ করে বলা হয়- ১. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র; ২. ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ড; ৩. অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম ও চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।