পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণ, আউটসোর্সিং বাতিল, অষ্টম প্রকল্প চালুসহ পাঁচ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।
সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বিগত সাতটি পর্যায়ে প্রকল্পটির শিক্ষক-কর্মচারীরা সফলভাবে পরিচালনা করেন। এই প্রকল্পের শিক্ষার্থীরা কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে বর্তমানে প্রকল্পটি আউটসোর্সিংয়ের আওতায় নেয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা তারা মেনে নেবেন না।
অষ্টম প্রকল্প পাস না করায় শিক্ষকরা বকেয়া বেতন না পাওয়ায় ও ন্যায্য বেতন বৃদ্ধি না হওয়ায় আর্থিক সংকটে ভুগছেন। এ সময় তারা দ্রুত অষ্টম প্রকল্প অনুমোদন, বকেয়া বেতন পরিশোধ, শিক্ষকদের গ্রেডভুক্ত করে স্থায়ীকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিলসহ ৫ দফা দাবি উপস্থাপন করেন। তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মোহসীন, জেলা ইমাম সীমিতর সাধারণ সম্পাদক মো. মিরাজুল মোল্লা, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল মতিন ফারুকি, মো. রফিকুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুল জলিল, সাধারণ কেয়ারটেকার মাহামুদুল হাসান, শিক্ষক বেল্লাল হোসেন, ওমর ফারুক প্রমুখ। মানববন্ধনে ইসলামীক ফাউন্ডেশনের সাত শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কেয়ারটেকার অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত শিক্ষক-কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন।