শিক্ষার্থীদের দেওয়া তথ্যে সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের এসপি চৌধুরী মো. যাবের সাদেক বলেন, আটক চয়ন ইসলামের (৬১) বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন বলেন, রোববার রাতে শ্রীপুর থানা পুলিশ স্থানীয় টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকায় খাইরুল ইসলাম মিলনের বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে চয়ন ইসলামকে গ্রেফতার করে। তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন।
মামুন আকন বলেন, চয়ন ইসলাম শ্রীপুরের ওই বাড়িতে অবস্থান করছেন- এমন তথ্য পান স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও ছাত্রদলের নেতা-কর্মীরা। বিষয়টি শ্রীপুর থানায় জানানো হয়। এরপর সেই বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুলিশ তাকে ওই বাড়ি থেকে আটক করে শ্রীপুর থানায় নিয়ে যায়।
চয়ন ইসলাম দ্বাদশ সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান। গত নভেম্বরে চয়নসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়।