আনুষ্ঠানিকভাবে ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে ফরাসি সরকার। দেশটির কর্মসংস্থান সংস্থা এটিকে তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
গত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো ফরাসি ইসলাম ফোরামের দ্বিতীয় সভার সমাপনী অধিবেশনে এই ঘোষণা দেন। এ সিদ্ধান্তের ফলে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে। খবর এএফপির।
জানা গেছে, দেশটিতে এখন থেকে ইমামদের জন্য আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ও চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা গড়ে তোলা হবে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ, যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিল।
তিনি বলেন, রাষ্ট্র এবং মুসলিম ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে সংলাপ আস্থা এবং দায়িত্বের ওপর ভিত্তি করে হওয়া উচিত। রাষ্ট্রের ধর্মীয় প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা উচিত নয় বলে জানান ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।
ফ্রান্সে ইসলামোফোবিয়া সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ব্রুনো রেতাইয়ো বলেন, গত বছর ১৭৩টি মুসলিম-বিরোধী আক্রমণ রেকর্ড করা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি বলে মনে করেন তিনি। কারণ ভুক্তভোগী অনেকেই হয়তো অভিযোগ করেনি।