রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কোরআন শিক্ষা কার্যক্রমের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাফেজ কল্যাণ পরিষদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিদিন দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চলছে এ কার্যক্রম। ব্যতিক্রমী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন প্রায় শতাধিক শিক্ষার্থী এখান থেকে কোরআন শিক্ষা গ্রহণ করছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মো. সাইফুল ইসলাম বলেন, কোরআন ও দ্বীনি শিক্ষা শুধু ব্যক্তির জন্য নয়, গোটা উম্মাহর জন্য কল্যাণকর। এবছর আমাদের জবির কেন্দ্রীয় মসজিদে কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। এর ফলে, আমরা যারা আগে কোরআন পড়তে পারতাম না, তারা একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেলাম কুরআন শেখার। আশাকরি, জবি হাফেজ কল্যাণ পরিষদ ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি কার্যক্রম অব্যাহত রাখবে।
এ বিষয়ে জবি হাফেজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হক ভূঁইয়া বলেন, ভুলে যাওয়া কোরআন তেলাওয়াতকে ঝালাই করে নিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম ক্যাম্পাস টাইমেই চলবে। দূর থেকে পড়তে আসা শিক্ষার্থীরাও যাতে বঞ্চিত না হয়, সেজন্যই আমাদের এই উদ্যোগ। আমরা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও ভালো কিছু কার্যক্রম হাতে নেবো ইনশাআল্লাহ।
জবি হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি কাজি আরিফ বলেন, বিগত রমজানে ইসলামবিদ্বেষী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের কর্মকাণ্ড দেখে মনে হয়েছিল—আমাদের রাষ্ট্রে কাঠামোগত ইসলামবিদ্বেষ রয়েছে। এর অন্যতম কারণ সমাজের মূলধারায় ইসলামের অনুপস্থিতিও লক্ষণীয়। প্র্যাক্টিসিং মুসলিমদের মূলধারায় আনার বিষয়টি মাথায় রেখেই ভার্সিটিতে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে আমরা ফ্রি কোরআন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি।