সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি নিয়ে সুখবর | বিবিধ নিউজ

সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি নিয়ে সুখবর

আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি ভোগ করবেন তারা।

#ছুটি

সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি নিয়ে সুখবর। আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি ভোগ করবেন তারা।

এ বছর মে দিবস বৃহস্পতিবার। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতরাং ১ মে-সহ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ মে দিবস সাধারণ ছুটি হিসেবে তালিকাভুক্ত। এ বছর মে দিবসের ছুটি বৃহস্পতিবার পড়ায় পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা তিন দিন ছুটি উপভোগ করবেন।

বিশ্বব্যাপী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে এটি জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। শ্রমিক সংগঠনগুলো এই দিনে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে।

#ছুটি