শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুরের তাহেরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাজুল ইসলাম উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় তার ছেলে মো. সায়েম সাদিক (২৭) আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে স্থানীয় নাজনিন আক্তারের (৩০) কাছ থেকে সুদে টাকা নেন শিক্ষক শাহাজুল ইসলাম। টাকা আদায়কে কেন্দ্র করে শুক্রবার রাতে তাহেরগঞ্জ বাজারে শাহাজুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন নাজনিন।
একপর্যায়ে নাজনিনের স্বামী মো. রনি (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে শাহাজুল ইসলাম ও তার ছেলে সায়েম সাদিকের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত সায়েম সাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সোহেল রানা জানান, বাজারে হট্টগোল দেখে তিনি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং দেশীয় অস্ত্রসহ রনি নামে একজনকে আটক করে।
এ ঘটনায় রাত ১টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।