ড. সলিমুল্লাহ খান বলেছেন, ইতিহাস শুধু অতীতের কাহিনী নয়! ইতিহাস বর্তমানের সঙ্গে অতীতের সংযোগও নয়! ইতিহাস হলো, বর্তমান থেকে দেখা অতীত।
তিনি বলেন, বর্তমানের প্রেক্ষাপট বদলে গেলে ইতিহাসকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। [inside-ad
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আয়োজিত বাংলা ভাষার ঐতিহ্য ও মর্যাদা রক্ষার প্রেরণা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান এসব কথা বলেন।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে সোমবার দুইদিনব্যাপী এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ছিল এ অনুষ্ঠানের প্রথম দিন।
এনএসইউ কোষাধ্যক্ষ ও উপউপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদফতরের সাবেক জ্যেষ্ঠ প্রকৌশলী শহীদুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউ’র রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।
ড. আহমেদ তাজমীন বলেন, ভাষা আত্মার জানালা। আত্মা ছাড়া যেমন মনের মুক্তি সম্ভব নয়, তেমনি নিজেদের ভাষা ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়।
শহীদুল ইসলাম বলেন, বাংলা ভাষা নিয়ে শুধু আবেগ নয়, আমরা সর্বক্ষেত্রে এর প্রয়োগ দেখতে চাই। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারে আমাদের উদ্যোগ আরো বাড়াতে হবে।
অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে এনএসইউ উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, সব ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মত্যাগের ফলেই আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে পেরেছি।
সভাপতির বক্তব্যে এনএসইউ’র কোষাধ্যক্ষ ও উপউপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান বলেন, একুশের মূল চেতনা ছিল মাতৃভাষাকে উজ্জীবিত করা, গবেষণা করা ও নিজেদের ভাষায় শিক্ষাকে সবার মধ্যে ছড়িয়ে দেয়া। এই উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের আরো কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এনএসইউ সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) এবং এনএসইউ সিনে অ্যান্ড ড্রামা ক্লাব।