সারা দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে তিনি লেখেন, আর্মি (সেনাবাহিনী) সহযোগিতা করছে না, সব দোষ চাপানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ওপর।
হান্নান মাসউদ লিখেছেন, ‘আর্মি দায়িত্ব নিয়েছিলো দেশের আইনশৃঙ্খলা রক্ষার, ম্যাজিস্ট্রেসি পাওয়ারও নিয়েছিলো। কিন্তু আর্মি কি করছে!!! এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়ে কত অস্ত্র উদ্ধার করেছে?? কতজন আওয়ামী সন্ত্রাসী অ্যারেস্ট করেছে?? কতজন চাঁদাবাজ-দখলদার অ্যারেস্ট করেছে??’
আরো পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে তো পদত্যাগের প্রশ্ন আসে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুখ্য সংগঠক আরও লিখেছেন, আর্মি সহযোগিতা করছে না, ‘আর সব দোষ চাপানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর!! আর্মি প্রধান তো দায়িত্ব নিয়েছে দেশের আইনশৃঙ্খলা ঠিক করে দেয়ার, করছে না ক্যান!!!’
জনগণের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘প্রশ্ন করেন...’
এদিকে পদত্যাগ প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘শিক্ষার্থীরা আমার যে কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলো যদি আমি উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর কোনো পদত্যাগের প্রশ্ন ওঠে না। তারা তো চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে।’
আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে উল্লেখ্য করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা তারা এ কাজে ব্যবহার করছে। এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার। যেভাবে হোক এটা প্রতিহত করা হবে।