এনটিআরসিএর মাধ্যমে কারিগরি শাখায় নিয়োগ পাওয়া শিক্ষকদের দ্রুত এমপিও এবং বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছে কারিগরি শিক্ষক ফেডারেশন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
এ সময় কারিগরি শিক্ষকরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বারাবর স্মারকলিপিতে বলেন, জানুয়ারি মাসের মধ্যে এনটিআরসির ৫ম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগপ্রাপ্ত সব শিক্ষকদের এমপিও দিতে হবে। যোগদান থেকে বেতন দিতে হবে। যাদের এমপিও হয়ে গেছে তাদের বকেয়া দিতে হবে।
এ ছাড়াও স্মারকলিপিতে বলা হয়, এনটিআরসির মাধ্যমে ৫ম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগ পান প্রায় ২ হাজার শিক্ষক। যোগদানের ৪ মাস কেটে গেলেও কারিগরি শিক্ষা অধিদপ্তর এখন পর্যন্ত মাত্র ৮৫ জনকে এমপিও (বেতনের সরকারি অংশ) দিয়েছে।
ফলে ৪ মাস ধরে প্রায় দুই হাজার শিক্ষক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন৷ একই প্যানেল থেকে একই যোগ্যতা নিয়ে জেনারেল ও মাদরাসা শাখার শিক্ষকেরা যোগদান থেকে বেতন পাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২য় বার স্বাধীন হওয়া বাংলাদেশে এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।