নেত্রকোনায় ধর্ষ*ণের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন-বি*ক্ষোভ | বিবিধ নিউজ

নেত্রকোনায় ধর্ষ*ণের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন-বি*ক্ষোভ

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সারাদেশে ধর্ষকদের আইনের আওতায় এনে অবিলম্বে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে দাবি জানান।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সারাদেশে অবাধে ধর্ষণ, দেশের আইন-শৃঙ্খলার অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্কুল, কলেজের শিক্ষার্থী, সামাজিক সংগঠন উজ্জ্বীবন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বয়করা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা শহরের মোক্তার পাড়া সড়কে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্মসাধারণ সম্পাদক নাফিউ রহমান খান পাঠান, জাতীয় নাগরিক জেলা সংগঠক রাফায়েল হাসান সৌরভ, সাবা সরকার তৌওসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র অনন্য শেখ, বৈষম্যবিরোধী সংগঠক সাবাবা হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফাইজা ইসলাম তোয়া, আফসানা রেজা সৌরভী, সৈয়দা সাদিয়া ইসলামসহ শিক্ষার্থীরা।

এসময় বক্তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সারাদেশে ধর্ষকদের আইনের আওতায় এনে অবিলম্বে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে দাবি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ধর্ষণকারীদের আইনের আওতায় না আনতে পারেন, তাহলে তাকে পদত্যাগেরও দাবি করেন তারা।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন