একমাত্র অধ্যাপককে অপসারণের প্রতিবাদে মানববন্ধন | বিশ্ববিদ্যালয় নিউজ

একমাত্র অধ্যাপককে অপসারণের প্রতিবাদে মানববন্ধন

‘৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।’

#বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একমাত্র অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল থেকে বাদ দেয়া হয়েছে তাঁকে।

নতুন এই বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের এ অধ্যাপককে অপসারণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) নগরীর সদর রোডে এই কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় সিদ্ধান্ত বদলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছেন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা

এসময় বক্তারা বলেন, ‘সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল থেকে অপসারণ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহসিন উদ্দীনকে হেয় করা হয়েছে। তিনি সবার কাছে সম্মানিত ব্যক্তি।

এরপরেও তাকে বাদ দিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসিত করা হচ্ছে। তাই অনতিবিলম্বে মুহসিন উদ্দীনকে তার দায়িত্বে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।

৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।’

উল্লেখ্য, ড. মো. মুহসিন উদ্দীন ববির ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক।

#বরিশাল বিশ্ববিদ্যালয়