শনিবার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘পিএসসি সংস্কার আন্দোলন’ ব্যানারে অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
এদিন সন্ধ্যার পর সশরীরে উপস্থিত হয়ে অনশনকারীদের দাবির প্রতি সমর্থন ও সংহতি জানান ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর।
এসময় তিনি বলেন, ‘মেধা দিয়ে শিক্ষার্থীদের চাকরির নিশ্চয়তা থাকতে হবে। চাকরির ক্ষেত্রে অব্যবস্থাপনা দূর করতে হবে। এজন্য যে সংস্কার করতে হয়, তাই করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিসিএসের ভাইভার নম্বর আগে ৫০ ছিলো। আওয়ামী লীগ সরকার তাদের নিজেদের নেতা-কর্মীদের অন্যায্য সুবিধা দেওয়ার জন্য ভাইভার নম্বর বৃদ্ধি করে ২০০ করেছিলো।’ বিসিএসের ভাইভার নম্বর কমানোর দাবি জানান তিনি।
অনশনকারীদের পাশে কিছুক্ষণ অবস্থান করে রাজধানীতে একটি প্রতিবাদী মিছিল বের করেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর।
এসময় বিসিএসসহ সরকারি চাকরিতে দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।