লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
কী নেই তার ঝুলিতে? ফুটবলে এমন কোনো শিরোপা নেই যা লিওনেল মেসির ছোঁয়া পায়নি। বিশ্বকাপ জিতে ক্যারিয়ারকে দিয়েছেন পূর্ণতা। স্প্যানিশ ক্লাব ফুটবলে এক যুগ রাজত্ব করে মেসি এখন ইন্টার মায়ামিতে। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে আর্জেন্টাইন কিংবদন্তির আর কিছু চাওয়ার নেই। এখন তিনি খেলাটা স্রেফ উপভোগ করে যেতে চান।
আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে উলফের অনুষ্ঠান ‘সিম্পলি ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপ জয় নিয়ে মেসি বলেন, ‘এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। শুধু বিশ্বকাপটাই ছিল না। আমি সবকিছু জিতেছি। সবকিছুই অর্জন করেছি। বিশ্বকাপ বার্সেলোনায় আছে, সেখানে রাখা আছে। (আমার) সব ট্রফি ও পুরস্কার বার্সেলোনায়।’
২০১৪ বিশ্বকাপেরও ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। কিন্তু জার্মানির কাছে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়। সেই দুঃসহ ফাইনাল নিয়েও স্মৃতিচারণ করেছেন মেসি, ‘২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় পর্যায়ে এসেছে। আমার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। হয়তো আমি দুটি বিশ্বকাপ জিততে পারতাম, তবে আমার বিশ্বকাপ আছে।’
সেই ২০১১ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে একটা বিষয় লক্ষ্য করা যায়, টাইব্রেকারে দলের প্রথম শটটি মেসিই নিয়ে থাকেন। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৫ ও ২০১৬ খ্রিষ্টাব্দের কোপা আমেরিকা ফাইনালে, ২০২২ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল এবং ফাইনাল এবং সর্বশেষ ২০২৪ কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালেও মেসিকেই প্রথম শট নিতে দেখা গেছে। এর কারণ নিয়ে মেসি বলেন, ‘সব দায়িত্ব নিজের কাঁধে নিতে পেনাল্টি শুটআউটে আমি সব সময়ই প্রথমে যাই, সব সময়ই এটা করেছি।’