ভাড়া নিয়ে ঝামেলার জেরে ঢাকা-আরিচা সড়কে রইছ পরিবহনের দুটি বাস আটকে রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বাস দুটি আটক করেন তারা। আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) বাস দুটি আটকে রাখা হয়েছে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান পাপন অভিযোগ করেন, তিনি শনিবার বিকেলে রইছ পরিবহনের একটি বাসে ওঠেন ইসলামপুর যাওয়ার জন্য। বাসের সহকারী ভাড়া চাইলে তিনি ২০০ টাকার নোট দেন। তার গন্তব্যের হাফ ভাড়া ছিল ১০ টাকা।
কিন্তু বাসের সহকারী তাকে ৮০ টাকা ফেরত দেন এবং বাকিটা পরে দেবেন বলে জানান। তিনি বাস থেকে নামার সময় বাকি ১১০ টাকা ফেরত চাইলে বাসের সহকারী জানান, তিনি ১০০ টাকার নোট দিয়েছেন আর কোনো টাকা পান না। এরপর কথা কাটাকাটি হলে বাসের সহকারী তাকে ধাক্কা দিয়ে বাসের ভেতরের দিকে ঢুকিয়ে গালিগালাজ করেন।
এরপর জাবির শিক্ষার্থীরা রাত সাড়ে ৮টার দিকে রইছ পরিবহনের দুটি বাস আটকে রাখেন।
মাহামুদুল হাসান আরো বলেন, ‘আমার সঙ্গে খারাপ ব্যবহারের কারণে আমরা বাস আটকে রেখেছি। প্রক্টর স্যার ও বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। মালিকপক্ষের লোক আজ আসার কথা বলেছে। ওই হেলপার এসে ক্ষমা চাইলে বাস ছেড়ে দেওয়া হবে।’
সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি বাস আটকে রাখা হয়েছে। বাসের মধ্যে চালক ও হেলপারেরা শুয়ে-বসে অলস সময় পার করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, রইছ পরিবহনের দুটি বাস আটকে রাখা হয়েছে। সহকারী প্রক্টর মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারা আসবেন আসবেন করে এখনো আসেননি। তারা এলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।