৪ কুয়েট শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ২ জন | বিশ্ববিদ্যালয় নিউজ

৪ কুয়েট শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ২ জন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে এখন পর্যন্ত ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। #কুয়েট #

#বিশ্ববিদ্যালয় #কুয়েট #অনশন #শিক্ষার্থী #শিক্ষাক্রম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে এখন পর্যন্ত ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেল ৪টা থেকে ৩২ জন শিক্ষার্থী এই অনশন কর্মসূচি শুরু করেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৭ জন শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অসুস্থ বোধ করায় আজিমুল হক সিয়াম নামের এক শিক্ষার্থীকে প্রথমে কুয়েটের মেডিকেল সেন্টারে এবং পরে খুলনা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, সাদিক সিদ্দিক ফারিব নামের আরেক শিক্ষার্থী নামাজ পড়ার সময় অজ্ঞান হয়ে পড়েন। তাকেও প্রথমে কুয়েটের মেডিকেল সেন্টার ও পরে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, সোমবার রাতে আরও ২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের অভিভাবকরা এসে নিয়ে যান। এছাড়া, একজন শিক্ষার্থীর মায়ের অসুস্থতার কারণে তাকে বাড়ি পাঠিয়ে দেন তার সহপাঠীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একাধিকবার শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তবে উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন।

এদিকে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ‘ব্লকেড’ (অবরোধ) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেন। রাত ১১টার পর আরও কয়েক শ শিক্ষার্থী তাঁদের সঙ্গে অবরোধে যোগ দিয়েছেন।

এর আগে গতকাল টিএসসিতে এক কর্মসূচি থেকে আজ রাত ১০টার মধ্যে কুয়েটের উপাচার্যকে পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে কুয়েট উপাচার্যকে না সরানো হলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’–এর ঘোষণা দেওয়া হয়েছিল।

রাত ১০টার মধ্যে কুয়েটের উপাচার্য পদত্যাগ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে এসে রাত ১০টা ৪০ মিনিটে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এই প্রতিবেদন লেখার সময় শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ‘দালাল ভিসির গদিতে, আগুন জ্বালো এক সাথে’, ‘কুয়েট ভিসির গদিতে, আগুন জ্বালো এক সাথে’ প্রভৃতি স্লোগান দিচ্ছিলেন। শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এই কর্মসূচির নেতৃত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, সরকারের পক্ষ থেকে কুয়েটের উপাচার্যকে সরানোর বিষয়ে আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন।

#বিশ্ববিদ্যালয় #কুয়েট #অনশন #শিক্ষার্থী #শিক্ষাক্রম