‘সি’ ইউনিটের মাধ্যমে আজ পর্দা উন্মোচন হচ্ছে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার। আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে দেশের বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন পূরণের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। পর্যায়ক্রমে, আগামী ০২ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ০৯ মে ‘এ’ ইউনিট (বাণিজ্য) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠু, নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সকল প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করা হয়।
সভা শেষে অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, পরীক্ষার সকল প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতা বিশেষভাবে প্রশংসার যোগ্য। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য ২০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো:
১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ
১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর
১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
১৬. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর
২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং একটি সমন্বিত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করা। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের জন্য একটিমাত্র পরীক্ষার মাধ্যমেই বিবেচিত হতে পারেন। আজ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এই ভর্তি প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে। এর ফলাফলের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষার গন্তব্য খুঁজে পাবেন।