ভারত-পাকিস্তান উত্তেজনা: দুই পক্ষের সর্বশেষ পদক্ষেপ | বিবিধ নিউজ

ভারত-পাকিস্তান উত্তেজনা: দুই পক্ষের সর্বশেষ পদক্ষেপ

পাহালগামের সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারতের কয়েকটি সামরিক সূত্র। এসব সূত্রের ভাষ্য, এ গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছেন ভারতীয় সেনারা।সূত্রগুলো বলেছে, দুই পক্ষের গুলি ছুড়ার এসব ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

#ভারত #পাকিস্তান

পাহালগামের সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারতের কয়েকটি সামরিক সূত্র। এসব সূত্রের ভাষ্য, এ গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছেন ভারতীয় সেনারা।সূত্রগুলো বলেছে, দুই পক্ষের গুলি ছুড়ার এসব ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে সিন্ধু নদীর জলবন্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে। দেশটির জল শক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখোপাধ্যায় এই সংক্রান্ত চিঠি পাকিস্তানের জল সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আলি মুর্তজাকে পাঠিয়েছেন। ভারত চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছে।

২) আকাশসীমা ব্যবহার বন্ধ: ভারত পাকিস্তানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে কোনো পাকিস্তানি বিমান ভারতীয় আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

৩) কূটনৈতিক প্রত্যাহার: দিল্লি থেকে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সকল সামরিক উপদেষ্টা এবং ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। হাইকমিশনের কর্মীদের সংখ্যাও কমানো হয়েছে।

৪) দ্বিপাক্ষিক চুক্তির কার্যকরিতা স্থগিত: ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তির কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

৫) নাগরিকদের দেশত্যাগের নির্দেশ: ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পাকিস্তানে বসবাসকারী ভারতীয় নাগরিকদেরও দ্রুত দেশে ফিরে আসার জন্য বলা হয়েছে।

৬) ভিসা বাতিল:ভারত ইতিমধ্যেই পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করেছে।

বসে নেই পাকিস্তানও সিন্ধু নদীর জলবন্টন চুক্তি বাতিলের নিন্দা ও পাল্টা হুমকির প্রস্তুতি জানিয়ে পাকিস্তান ভারতের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে এবং একে 'পানি যুদ্ধ' হিসেবে আখ্যায়িত করেছে। দেশটি যেকোনো পরিস্থিতিতে তাদের জল অধিকার রক্ষার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

২) আকাশসীমা ব্যবহার বন্ধ: পাকিস্তানও ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সকল বিমান সংস্থার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

৩)কূটনৈতিক প্রত্যাহার: ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের কূটনীতিকের সংখ্যা কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান এবং ভারতীয় সামরিক উপদেষ্টাদের ৩০শে এপ্রিলের মধ্যে পাকিস্তান ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

৪)দ্বিপাক্ষিক চুক্তির কার্যকরিতা স্থগিত: পাকিস্তান ভারতের সাথে থাকা ঐতিহাসিক সিমলা চুক্তি সহ সকল দ্বিপাক্ষিক চুক্তির কার্যকারিতা স্থগিত করেছে।

৫)নাগরিকদের দেশত্যাগের নির্দেশ: পাকিস্তানও ভারতে বসবাসকারী তাদের নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

৬) বাণিজ্য স্থগিত ও সীমান্ত বন্ধ: ভারত ও পাকিস্তানের মধ্যে সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

এই পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও চরম আকার ধারণ করেছে এবং একটি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি।

#ভারত #পাকিস্তান