মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো তীব্র বিরোধীতার মুখে বিদেশী শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে পিছু হটলো ট্রাম্প প্রশাসন। বিদেশী শিক্ষার্থীদের দেশটি থেকে জোড় করে ভিসা বাতিলের পর বেড় করে দেয়ায় কঠোর সমালোচনার মুখে পরে আমেরিকা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে দেয়া নির্দেশনায় সরকারি অর্থ বরাদ্দ বাতিলের হুমকি দিয়েছিলো ট্রাম্প প্রশাসন। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মামলা দায়ের করে। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজও মার্কিন সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায়। মামলার শুনানিতে বিচারক অ্যালিসন নাথান জানান, সরকার ও বিশ্ববিদ্যালয় ঐকমত্যে পৌঁছেছে এবং সরকার তাদের সিদ্ধান্ত বাতিল করতে সম্মত হয়েছে।
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের পিছু হটার সিদ্ধান্তের বিষয়ে শুক্রবার রাতে একটি নিউজ প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এখন নিরাপদে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
স্টুটেন্ড ভিসা বাতিলের সিদ্ধান্ত পরিবর্তনে কারণ হিসেবে মোটা দাগে উঠে এসেছে তিনটি বিষয়। ১) বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর তীব্র বিরোধিতা। ২) এ সিদ্ধান্তের ফলে বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোও আর্থিক ক্ষতির সম্মুখীন হতো। ৩) আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বিভিন্ন মহল থেকে চাপ।
এর আগে স্টুডেন্ট ভিসা নিয়ে ট্রাম্প প্রশাসনের গৃহীত সিদ্ধান্তগুলো ছিলো ১) যেসব শিক্ষার্থী অনলাইনে ক্লাস করবে, তাদের ভিসা বাতিল করা হবে। ২) যারা শুধুমাত্র অনলাইন কোর্সে ভর্তি হয়েছে, তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না। ৩) যারা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে ক্লাস করবে, তাদের ভিসা বাতিল হবে না। ৪) এ সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ১০ লাখ বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতো।
ট্রাম্প প্রশাসনের ভিসা বাতিলের সিদ্ধান্তে ঠিক কতজন বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে, তার সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে, প্রায় ৩০০ জন বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল ইয়ারস অ্যাসোসিয়েশন (এআইএলএ) এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩২৭টি শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্চ থেকে শুরু করে অন্তত ১৭৪ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১,১০০ শিক্ষার্থী ভিসা অথবা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারিয়েছে। ট্রাম্প প্রশাসনের পূর্বের সিদ্ধান্ত কার্যকর থাকলে, প্রায় ১০ লক্ষ বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হতো।