আইডিয়াল কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি চলছে | ভর্তি নিউজ

আইডিয়াল কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি চলছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট www.nu.ac.bd/admission এর Honours Tab এ প্রবেশ করে Apply Now (Honours) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যছকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার রোলনম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবোর্ড, পাশের সন ও একটি নিবন্ধিত মোবাইল ফোন নম্বর (যা ভবিষ্যতে শিক্ষা সহায়ক সকল তথ্য প্রদানে ব্যবহৃত হবে) দিতে হবে।

#কলেজ #ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ২০২৪ -২০২৫ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন চলছে।

প্রাথমিক আবেদনের জন্য করণীয়:

১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট www.nu.ac.bd/admission এর Honours Tab এ প্রবেশ করে Apply Now (Honours) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যছকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার রোলনম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবোর্ড, পাশের সন ও একটি নিবন্ধিত মোবাইল ফোন নম্বর (যা ভবিষ্যতে শিক্ষা সহায়ক সকল তথ্য প্রদানে ব্যবহৃত হবে) দিতে হবে।

আইডিয়াল কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি চলছে

২) আবেদন ফরমে প্রার্থীর পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙিণ ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ৩) ছবিসহ তথ্যছক পুরণ করে Submit Application অপশনে ক্লিক করে ফরমটি ডাউনলোড ও সাদা অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। ৪) প্রিন্টকৃত আবেদনপত্রটি ২ মার্চ ২০২৫ তারিখের মধ্যে এসএসসি, এইচএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র এর সত্যায়িত ফটোকপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকাসহ কলেজ অফিস কক্ষ নং- ১০১ এ (ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে বিকাল ৩ টার মধ্যে) জমা দিতে হবে।

যোগাযোগ: 01711260849, 01715736525,01718479999 অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবেদনের শেষ সময় : www.nu.ac.bd

#কলেজ #ভর্তি