বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার কথা বলে ‘বৈষম্য’ নিয়েই আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন। বিভিন্ন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কেউ না থাকাটাই সবচেয়ে বড় বৈষম্য বলে দাবি করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
তারা বলছেন, শেখ হাসিনার পর কোনো স্বৈরাচার থাকলে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের এসব বলেন তারা।
এসময়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডারদের বাদ দিয়ে দল গঠন ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান তারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বুধবার ঢাবিতে যে হামলা হয়েছে রাষ্ট্রকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এসময় দলমত নির্বিশেষে সবাইকে মূল্যায়নের কথা বলেন শিক্ষার্থীরা।