শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ ইফতার অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। তিনি বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। একসঙ্গে সবাই ইফতারে অংশগ্রহণ করলে এতে ভ্রাতৃত্ব বন্ধনের পাশাপাশি সবার মধ্যে আল্লাহ ভীতি তৈরি হয়।
অনুষদে শিক্ষার্থীরা বলেন, নবীন-প্রবীণ চলমান সব ব্যাচের শিক্ষার্থী নিয়ে এ ইফতারের আয়োজন করা হয়েছে। যাতে আমরা পরস্পর সবাইকে চিনতে ও প্রয়োজন সহযোগিতা করতে পারি। এবং নিজেদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব জাগ্রত হয়।
এছাড়াও অনুষ্ঠানে ছাত্র-পরামর্শক অধ্যাপক ড. মো. আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমসহ অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।