প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই অভ্যুত্থানে মূল স্লোগান ছিল বৈষম্য দূর করা। প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে তা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
শনিবার (৮ মার্চ) দুপুরে কক্সবাজার পিটিআইতে ‘প্রজেক্ট এক্টিভিটিস অ্যান্ড স্কুল ফিডিং প্রোগ্রাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকে উন্নত করা গেলে তা সামগ্রিকভাবে দেশের জাতীয় উন্নয়নকে সাহায্য করে। সেই জন্য প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এসময় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও সামগ্রিকভাবে দেশকে এগিয়ে নিতে শিক্ষা খাতের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান উপদেষ্টা।
প্রকল্প পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. সামশুজ্জামান ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সৈয়দ রাশেদ আল-জায়েদ জোস।
সেমিনারে জানানো হয়, প্রাথমিকভাবে কক্সবাজার এবং বান্দরবান জেলার সরকারি স্কুলগুলোতে এ স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে।