আমাগী শুক্রবার শহীদি সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ইসলাম হাদি বলেন, আজকের দিন এই সংবাদ সম্মেলন করা আমাদের জন্য অত্যান্ত লজ্জাজনক। এই সরকার জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার হয়েছে। রাষ্ট্রের সংস্কারের নামে ঘন্টার পর ঘন্টা মিটিং করে যাচ্ছে, কিন্তু গণহত্যার বিচারের থাকে জরুরি বাংলাদেশে আর কি ছিলো? কথা বলতে বলতে জুলাই আসতে আর ২ মাস বাকি। শত সমালোচনার পরেও এই সরকারের ডানহাত ধরে রেখেছি যাতে তারা এই গণহত্যার বিচার করতে পারে।
এ সময় তিনি আরো বলেন, আমরা সরকারকে কখনো বিব্রত হতে দেয়নি। কিন্তু একটা কথা সরকারকে মনে করিয়ে দিতে চাই, প্রধান উপদেষ্টার নাম বিক্রি করে, আপনারা সবাই উপদেষ্টা হয়ে চাচ্ছেন, এই সরকারের কাজ খাল কাটা না।
তিনি বলেন, বাংলাদেশে গণহত্যার বিচার না করলে বাংলাদেশ মরে যাবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে কিনা? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে জুলাই বাঁচার ওপর, গণহত্যার বিচারটা আরো কত দ্রুত করা যাই এই বিষয়ে মিটিং হবার কথা ছিলো বিনপি, জামাত নসিপির সঙ্গে, সেটা না করে আরো ১০টা কমিশন করেছ। এইযে নারী কমিশন করেছেন, এই নারী কমিশনের কয়জন জুলাই আন্দোলনে ছিলেন? এই নারী কমিশন এর কয়জন গত ১৫ বছরে ফ্যাসিবাদ সংগ্রামের সামনের সারিতে ছিলেন। যদি জুলাই বাঁচে যায়, তাহলে সব সংসারগুলো আপনারা আপনি হয়ে যাবে। পরে তিনি ছাত্র সংগঠনটির নেতা শুক্রবার শহীদি সমাবেশের ঘোষণা দেন।