‘ফ্যাসিস্ট’দের নামে থাকা স্কুলের তালিকা তৈরির নির্দেশ | স্কুল নিউজ

‘ফ্যাসিস্ট’দের নামে থাকা স্কুলের তালিকা তৈরির নির্দেশ

‘ফ্যাসিস্ট’দের নামে থাকা স্কুলের তালিকা তৈরির নির্দেশ

#স্কুল

ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে থাকা স্কুলের তালিকা তৈরি হচ্ছে। স্কুলের বিভিন্ন স্থাপনা, স্থাপিত কর্নারের তথ্য ৩ কর্মদিবসের মধ্যে সফটকপি [email protected] এই ইমেইলে এবং হার্ডকপি জরুরি ভিত্তিতে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, প্রতিষ্ঠানে স্থাপিত চেয়ার-কর্ণার থেকে পরিবর্তন সংক্রান্ত মাস্টার লিস্ট প্রণয়নের উদ্দেশে তথ্য পাঠানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ইমেইলে মন্ত্রী পরিষদ বিভাগের ‘খ’ ছক পাঠানো করা হয়েছে।

এমন পরিস্থিতিতে, বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পরিবর্তন সংক্রান্ত মাস্টার লিস্ট তৈরির জন্য তথ্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে সফটকপি নির্ধারিত ইমেইলে এবং হার্ডকপি জরুরিভিত্তিতে পাঠানোর জন্য বলা হলো।

প্রসঙ্গত, এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রথম দফায় ২৭টি ও দ্বিতীয় দফায় আরো ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী ২৯টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো।‘ফ্যাসিস্ট’দের নামে থাকা স্কুলের তালিকা তৈরির নির্দেশ

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#স্কুল