ঢাকা মহানগরী জোনের আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে।
এ প্রতিযোগিতার ফিকচার প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এ ফিকচার প্রকাশ করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, প্রতিযোগী কলেজগুলোর অধ্যক্ষদের খেলার ফিকচারের তারিখ ও সময় অনুযায়ী খেলোয়াড় ও ক্রীড়া শিক্ষকদের সব কাগজপত্রসহ খেলার মাঠে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি সকাল ৮টায়।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য ঢাকা মহানগরী জোনের আন্তকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার ফিকচার তুলে ধরা হলো।
ফিকচার দেখতে ক্লিক করুন :