গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আন্তডুয়েট গণিত প্রতিযোগিতা ও ম্যাথ ক্লাবের নতুন সদস্যদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের আয়োজনে দিনব্যাপী ডুয়েট শিক্ষার্থী ও ডুয়েট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এই আন্তডুয়েট গণিত প্রতিযোগিতা ও ক্লাবের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। গেস্ট অব অনার ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহমুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগ অধ্যাপক ড. মো. আজমল হোসেন, অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার, অধ্যাপক ড. মো. আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যাথ ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম শিপলু এবং ক্লাবের নানা দিক তুলে ধরে প্রেজেন্টেশন দেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাব্বি। অনষ্ঠানে গণিত বিভাগ শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণিতপ্রেমিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গণিত বিষয়ক আলোচনা, প্রশ্নাত্তর পর্ব এবং গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও মেডেল দেয়া হয়। পরে রেফেল ড্র হয়। এর আগে সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানটি আয়োজনে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন, জেলা প্রসাশন, গাজীপুর ও অগ্রণী ব্যাংক পৃষ্ঠপোষকতা করে।