ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষায় দিবস পালিত | বিশ্ববিদ্যালয় নিউজ

ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষায় দিবস পালিত

প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, সমিতি, ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্র

#ইসলামী বিশ্ববিদ্যালয় #ইবি

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা বের করা হয়। পরে ২১ শের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, সমিতি, ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় সকলে কালো ব্যাজ ধারণ করেন।

এছাড়া বেলা ১০টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর ও হলগুলোতে জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হবে। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করবেন উপাচার্য। বইমেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘একুশ আমার অস্তিত্ব’ শিরোনামে একুশে সংকলনের মোড়ক উন্মোচন করা হবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআন খানি এবং বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

#ইসলামী বিশ্ববিদ্যালয় #ইবি