ইন্দোনেশিয়ার আইপিএস বৃত্তি, সুযোগ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে | বিদেশে উচ্চশিক্ষা নিউজ

ইন্দোনেশিয়ার আইপিএস বৃত্তি, সুযোগ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত আইপিএস বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন।

#বৃত্তি #বিদেশি শিক্ষার্থী

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক অগ্রাধিকার বৃত্তি (আইপিএস) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তি প্রোগ্রামটি আগামী সেপ্টেম্বরে শুরু হবে। এর মেয়াদ হবে ১২ মাস বা এক বছর।

সুযোগ-সুবিধা

*আইপিএস বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন মওকুফ পাবেন

*জীবনযাত্রার ভাতা হিসেবে শিক্ষার্থীরা প্রতি মাসে ১৭ লাখ ৫০ হাজার আইডিআর পাবেন

*বই ভাতা হিসেবে প্রতি মাসে মিলবে ৫০ হাজার আইডিআর

*স্বাস্থ্যবিমা

*বিমানে যাতায়াতের টিকিট

পড়াশোনার বিষয় কী কী—

শিক্ষা অনুষদ, অর্থনীতি ও ব্যবসা অনুষদ, আইন অনুষদ, প্রকৌশল অনুষদ, ফার্মেসি অনুষদ, মনোবিজ্ঞান অনুষদ, ভূগোল অনুষদ, ইসলামিক স্টাডিজ অনুষদ, স্বাস্থ্য অনুষদ, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান অনুষদ।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

*ছবি

*একাডেমিক সার্টিফিকেট

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট

*ভাষা সার্টিফিকেট

*বৈধ পাসপোর্ট

*একাডেমিক সুপারিশপত্র

*মোটিভেশন লেটার

*তত্ত্বাবধায়কের সুপারিশপত্র

*মেডিক্যাল রিপোর্ট।

আবেদনের যোগ্যতা

*ইন্দোনেশিয়ার নাগরিকত্ব নেই, এমন যেকোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন

*স্নাতকের জন্য আবেদন করতে উচ্চমাধ্যমিকের সনদ

*স্নাতকোত্তরের জন্য স্নাতকের সনদ

*পিএচডির জন্য স্নাতকোত্তরের সনদ থাকতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদনের পদ্ধতিসহ আবেদনের বিস্তারিত তথ্য মিলবে এই লিংকে। এ লিংকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আবেদনের শেষ তারিখ ১৫ মে, ২০২৫।

#বৃত্তি #বিদেশি শিক্ষার্থী